নিরাপদ মাতৃত্ব দিবস/২০১৮

২৮মে নিরাপদ মাতৃত্ব দিবস

                                  ‘কমাতে হলে মাতৃমৃত্যু হার, মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার’ 
এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার 28/05/2018 নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে মা সমাবেস আলোচনা সভা উদযাপিত হল।





“Midwife Beside Mother, Helps Reducing Maternal Death.” 





মাতৃস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মাতৃমৃত্যু রোধকল্পে ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর ২৮মে নিরাপদ মাতৃত্ব দিবস পালনের ঘোষণা দেন


মা ও শিশু মৃত্যু রোধ তাদের স্বল্প দীর্ঘমেয়াদি অসুস্থতার বিষয়ে সবাইকে সচেতন করার পাশাপাশি তাদের সমস্যা প্রতিরোধ করার প্রত্যয়ে ১৯৮৭ সাল থেকে শুরু হয়২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়।



CHCP ল্যাপটপের সাহায্যে নিরাপদ মাতৃত্ব প্রসব পূর্ব , প্রসব পরবতী সচেতনতা মুলক ভিডিও দেখান। -





নিরাপদ মাতৃত্ব দিবসে উপস্তিত ছিল সিসি সভাপতি মো: আনিসুর রহমান, সহ:সভাপতি ও প্রাত্তন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব রায়, স্বাস্থ্য কমী রত্না রানী রায়, ব্র্যাক , মেডিকেল স্কুল ছাত্রী দয়া রানী রায়।



অন্যান্য Post পড়ুন