কমিউনিটি ক্লিনিকের সিজি মাসিক সভা জুলাই.18
পিডিএফএ ফাইল দেখতে
ডাউনলোড করতে -
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর, সিবিএইচসি কার্যালয়,
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিজি মাসিক সভার কার্যবিবরনী।
কমিউনিটি ক্লিনিকের নাম tখেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
সাবেক ওয়ার্ড t
০১
ইউনিয়ন t ৯ নং ভিয়াইল
উপজেল t চিরিরবন্দর
জেলার নাম t দিনাজপুর
সভাপতি t মো : আনিসুর রহমান
স্থান t খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
মাস t
০৭ ই জুলাই/২০১৮ইং
তারিখ t ০৭ ই জুলাই/২০১৮ইং, ২৩ শে আষাড় ১৪২৫, রোজ - শনিবার |
সময় t
দুপুর ২.০০ মিনিট
সভার ধরন t সাধারন
সভার নং t 10৮
উপস্তিত
সিজি সদস্য উপস্তির তালিকা পরিশিষ্ট “ক” দ্রষ্টব্য ।
অদ্য
০৭/০৭/২০১৮ ইং তারিখ শনিবার সিসি মাসিক সমন্বয় সভার আলোচনা সভার সিসি মুল কমিটির
সভাপতি মো: আনিছুর রহমান আলোচনা সভাপতির আসন গ্রহন করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ
ও সালাম জানিয়ে স্বাগত বক্তব্য রেখে পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আজকের আলোচনা সভার কাজ শুরু করা হয়।
সভার আলোচনা শুরু হলে সভাপতির অনুমতিক্রমে উপস্তিত
সিএইচসিপি মো: ফরহাদ হোসেন বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যায় বাবদ সিবিএইচসি এর লাইন
ডাইরেক্টর জনাব অধ্যাপক ডা: মো: আবুল হাসেম খান মহোদয় স্বারক নং সিবিএইচসি/সিএইচসিপি/ষ্টেশনারী-৭৭/২০১৭/২১৮১.
তারিখ ০৭/০৬/২০১৮ ইং ইমেইল মারফত একটি বরাদ্দর চিঠি দেন উক্ত বরাদ্দর চিঠিটিতে পরিষ্কার
পরিচ্ছন্ন ব্যায় বাবদ ৪০০০/= (চার হাজার)আমাদের সিসির নামে বরাদ্দ দেয়া হয়।স্যারকে
ধন্যবাদ
ক্রমিক
নং
|
বিবরন
|
মোট
কর্তন
|
টাকা
|
০১
|
পরিষ্কার
পরিচ্ছন্ন ব্যায় বাবদ ৪০০০/=
|
৪০০০/=
|
|
০২
|
১৫%
ভ্যাট কর্তন
|
৬০০/=
|
১০০০/=
|
০৩
|
১০%
অডিট এবং ট্রেজারী কর্তন
|
৪০০/=
|
|
মোট=
|
৩০০০/=
|
মোট ৩০০০/= (তিন হাজার) টাকা
পাই।
সিএইচসিপির কথা সকল সদস্য মনোযোগ দিয়ে শ্রবন করেন।
অতপর অদ্যকার সভায় নির্ধারিত এজেন্ডার
বিষয়ভিত্তিক বিস্তারিত আলোচনা ও আলোচনা শেষে নিম্ন বর্নিত সিদ্ধান্ত সমুহ গৃহীত ও
অনুমোদিত হল।
তাহা নিম্নরুপ :-
আলোচ্য
বিষয় :
|
আলোচনা
|
সিদ্ধান্ত
|
বাস্তবায়নের দায়িক্ত
|
০১. গত মাসের রেজুলেশন পাঠ.
|
সভাপতির অনুমতি
ক্রমে গত মাসের রেজুলেশন পাঠ করে শুনান উপস্তিত সদস্য মনোরন্জন রায়, সকল সদস্য তা
মনোযোগ দিয়ে শ্রবন করেন।
উক্ত বিগত মাসের সভার রেজুলেশনে কোন প্রকার সংযোজন বিয়োজন,
পরিমার্জন ও পরিবর্ধন ছাড়াই সকল সদস্যর সন্মতিক্রমে তা গৃহীত ও অনুমদিত হইল।
|
গত মাসের রেজুলেশন
অনুমোদন
|
|
০২.
সিসির ওয়াল রং করন প্রসঙ্গ।
|
দ্বিতীয় আলোচ্য বিষয়ের
উপর আলোচনা শুরু হলে সভাপতি সাহেব বলেন, যেহেতু সিসির পরিষ্কার পরিছন্ন কমী আমাদের
আছে এবং তার বেতন আমরা কমিটি থেকে দেই, সুতরাং উক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ব্যায় এর
৩০০০/= (তিন হাজার) টাকা সিসির শুধু মাত্র বাহিরের ওয়াল রং করব, আমরা প্রতি সদস্য
১০০/= টাকা করে চাদা দিব, সার্বক্ষনিক দায়িক্ত পালন করবে সিএইচসিপি মো: ফরহাদ হোসেন,
সদস্য সবুজ, কোষাধক্ষ দীনেস রায়।
উক্ত টাকা দিয়ে সিসির রং করার কথা উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পন্
কর্মকর্তা স্যার অবহিত আছেন।
সকল সদস্যের সর্বসন্মতিক্রমে তা গৃহিত
ও অনুমদিত হল।
|
UHC থেকে প্রাপ্ত
পরিষ্কার পরিচ্ছন্ন ব্যায় এর ৩০০০/= (তিন হাজার) টাকা ও প্রত্যেক সদস্যর ১০০/= করে
চাদার টাকা দিয়ে ১মাসের মধ্য সিসির ওয়াল রং করতে হবে।
|
সিএইচসিপি,
সবুজ,দীনেস রায়
|
০৩. সিসির
সেবার মান বৃদ্ধিকরন প্রসঙ্গ
|
তৃতীয় আলোচ্য বিষয়ের উপর আলোচনা শুরু হলে
সভাপতির অনুমতি ক্রমে উপস্তিত সিএইচসিপি মো: ফরহাদ হোসেন বলেন, খেড়কাটি সিসিতে দীর্ঘ্য
দিন যাবত FWA পদটি শুন্য, HA-কে নিজ দ্বায়িক্ত সহ অতিরিক্ত দ্বায়িক্ত দেয়া হয়েছে
অন্য ইউনিয়নের EPI কেন্দ্রে, আমি CHCP-বর্তমানে একাই সিসিতে সেবা দিচ্ছি, আয়ার তার
নিদিষ্ট কাজ সিসি পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে য়ায়।
উক্ত বিষয় আলোচনা হওয়ার পরে সভাপতি বলেন,
আজ থেকে আয়া CHCP-কে সকাল ০৯-০১টা পর্যন্ত সহযোগীতা করবে।
সকল সদস্যের সর্বসন্মতিক্রমে তা গৃহিত
ও অনুমদিত হল।
|
সিসির আয়া সিএইচসিপিকে
০৯-০১ টা পর্যন্ত সাহায্য করবে, এর জন্য আয়াকে সিসি কমিটি থেকে অতিরিক্ত কিছু অর্থ
দেয়া হবে।
|
সিসির আয়া
|
০৪.
বিবিধt
|
বিবিধ আলোচনা শুরু হলে সিএইচসিপি বলেন, আগামী
১৪ জুলাই/২০১৮ রোজ শনিবার দেশব্যাপী
জাতীয়
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সমাপনী বক্তব্য রেখে সকল সদস্যকে ধন্যবাদ ও সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী কয়েক দিনের মধ্যে সিসির ওয়াল রং করতে সকল সদস্যর সহায়তা আশা বাদ ব্যাক্ত রেখে সবাইকে মিষ্টি খাওয়ার দাওয়াত দিয়ে সভার কার্য সমাপ্ত ঘোসনা করলেন | |
আগামী
১৪ ই জুলাই /১৮
রোজ শনিবার ৬
মাস থেকে ৫৯ মাস
বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান
কেন্দ্রে নিয়ে আসুন ও
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, সকলের
কাছে প্রচার করা ও সভার সমাপ্তি ঘোসনা।
|
সকল সদস্য
|
স্বাক্ষর:
০৭/0৭/201৮
সভাপতি
মো: আনিসুর রহমান
খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
৯ নং ভিয়াইল ইউপি সাবেক ওয়ার্ড নং ০১
চিরিরবন্দর,
দিনাজপুর।
পরিশিষ্ট “ক” স্বাক্ষরের ক্রমানুসারে
নয়
০১,
মো: আনিসুর রহমান, সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০২.
জয়দেব রায়। সহ:সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৩.
মো: আবুল কালাম, সহ:সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৪.
মো: ফরহাদ হোসেন, সদস্যসচিব, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৫.
দিনেশ চন্দ্র রায়, কোষাধক্ষ, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৬
মনোরঞ্জন রায়, মুক্তিযোদ্ধ্য সদস্য।
০৭.
ফযিলা খাতুন, সদস্য।
০৮.
মৌসুমী, সদস্য।
০৯.
ইয়াসমিন জাহান, সদস্য।
১০.
ওহেদ আলী, সদস্য।
১১.
জিন্নাতুন নেছা, সদস্য।
১২.
সামসুদ্দিন শাহ, কো-অন্ট সদস্য
১৩.
মনোরঞ্জন রায়, কিশোর
১৪.
আফছার আলী, এইচএ
১৫.
সবুজ আলী, সদস্য।
১৬.
আশরাফ আলী,
পিডিএফএ ফাইল দেখতে
ডাউনলোড করতে -
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন