" শেখ হাসিনার
অবদান'
কমিউনিটি
ক্লিনিক বাঁচায় প্রান "
২০০০ সালের এই দিনে বাংলাদেশের মহান স্বাধীনতা
সংগ্রামের প্রধান নেতা ও বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্দু
শেখ মুজিবুর রহমানের কন্যা,
গনপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী , উন্নয়নের কান্ডারী , গনতন্ত্রের মানস কন্য,
বঙ্গকন্যা, দেশ নেত্রী, জনগনের দুই চোখের মনি, রাষ্ট্রনায়ক, দেশরত্ন , জননেত্রী
কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা, শেখ হাসিনা তার জন্মভূমি গোপালগঞ্জ জেলার
টুঙ্গিপাড়া উপজেলায় পাটগাতি ইউনিয়নের ঘিমাডাঙ্গা কমিউনিটি
ক্লিনিকে শুভ উদ্বোধনের মধ্যদিয়ে কমিউনিটি
ক্লিনিকের শুভযাত্রা সূচনা করেন। আজ সেই কমিউনিটি ক্লিনিকের প্রাথমিক স্বাস্থ্য সেবা বিশ্বের রোল মডেল এ
পরিনিত হয়েছে।
খেড়কাটি সিসিতে আসুন সেবা নিন :
খেড়কাটি সিসিতে আসুন সেবা নিন :
তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় আজকে ও আমার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে অত্যন্ত উৎসাহ – উদ্দীপনায় যথাযোগ্য মর্যাদায় ১৭তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।
“১৭ তম কমিউনিটি
ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী-২০১৭”
” কমিউনিটি ক্লিনিকে আসুন
সেবা নিন, সুস্থ্য থাকুন।”
এছাড়াও খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে সপ্তাহ্ ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম চলবে। যেমন, এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় "Depression-Lets talk"আসুন বিষন্নতা নিয়ে কথা বলি, মানসিক স্বাস্থ্য সম্পর্কিত স্বাস্থ্য শিক্ষা, মাতৃস্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য সেবা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সনাক্তকরন, অপুষ্টি রোগ বিষয়ক স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি সেবা পরিচালিত হবে।
26/04/2017
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী /১৭ সভার কার্যবিবরনী