করোনার টিকা পেতে অনলাইন নিবন্ধন

 করোনার টিকা নিতে যেভাবে অনলাইন নিবন্ধন করবেন ?

করোনার টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবেসুরক্ষানামক ওয়েব পোর্টালে   www.surokkha.gov.bd

অ্যান্ড্রয়েড বা অ্যাপল প্লে স্টোর থেকেও সুরক্ষা মোবাইল অ্যাপ ডাউনলোড করেও করা যাবে নিবন্ধন।

সেখানে গিয়েনিবন্ধনবাটনে ক্লিক করে প্রথমে ধরন নির্বাচন করতে হবে। 

এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, জন্মতারিখ (এনআইডি অনুযায়ী) দিতে হবে। 

জাতীয় পরিচয়পত্র না থাকলে নিবন্ধন করা যাবে না।



তথ্যগুলো ঠিকমতো দিলে বাংলায় ইংরেজিতে নাম দেখাবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। দীর্ঘমেয়াদি রোগ বা কো-মরবিডিটি থাকলে সেটা বলতে হবে। টিকা গ্রহণকারীর পেশা এবং কোভিড-১৯ সংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গে তিনি জড়িত কি না, সেটি ও দিতে হবে।

সবশেষে টিকা গ্রহণকারীর বর্তমান ঠিকানা কোন কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, সেটি দিলে নিবন্ধন সম্পন্ন হবে।



টিকা কেন্দ্রে টিকা নেওয়া

প্রথমে টিকা কার্ড সংগ্রহ করতে হবে। সুরক্ষা ওয়েব পোর্টাল বা অ্যাপেরটিকা কার্ড সংগ্রহবাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ দিয়েযাচাই করুনবাটনে ক্লিক করতে হবে। এরপর নিবন্ধনের সময় দেওয়া মুঠোফোনের নম্বরে এসএমএসের মাধ্যমে ওটিপি (ওভার দ্য ফোন) কোড দিয়েভ্যাকসিন কার্ড ডাউনলোডবাটনে ক্লিক করলে টিকা কার্ড ডাউনলোড হবে।

এসএমএসের মাধ্যমে পাওয়া টিকা গ্রহণের তারিখে নির্দিষ্ট টিকাকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে টিকা নেওয়া যাবে। সময় টিকা কার্ড জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে। কোভিড-১৯ টিকার দুটি ডোজ নেওয়ার পর সুরক্ষা ওয়েব পোর্টাল থেকে টিকা সনদ সংগ্রহ করা যাবে।


করোনা টিকার নিবন্ধন সহায়িকা.pdf

pdf দেখতে

ডাউনলোড 


বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নিতে যারা অনলাইনে নিবন্ধন করতে পারছেন না, তাদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা টিকার নিবন্ধনে সহায়তা করবেন।

আপনার বাড়ীর কাছে কমিউনিটি ক্লিনিকে গিয়ে নিবন্ধন করা যাবে।





করোনা ভ্যাকসিন গ্রহণে টিকার জন্য নিবন্ধন করবেন যেভাবে ।  ভিডিও ভিডিওটি ইউটিউবে দেখতে ক্লিক করুন

টিকা প্রদানের বিভিন্ন ধাপ:

নিবন্ধন: জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে ব্যক্তি নিবন্ধন

ভ্যাকসিন কার্ড: ওয়েব পোর্টাল হতে ভ্যাকসিন কার্ড সংগ্রহ

এসএমএস বার্তা প্রেরণ: ভ্যাকসিন প্রদানের তারিখ তথ্য প্রেরণ

প্রথম ডোজ: নির্দিষ্ট তারিখ সময়ে প্রদান

দ্বিতীয় ডোজ: নির্দিষ্ট তারিখ সময়ে প্রদান

ভ্যাকসিন সনদ: দুইটি ডোজ নেওয়ার পর পোর্টাল হতে সংগ্রহ

টিকা কার্ড 




কোভিট-19 টিকা যাঁরা নেবেন তাঁদের মোট দুই ডোজ গ্রহণ করতে হবে। প্রথম ডোজ টিকা গ্রহণের আট সপ্তাহের ব্যবধানে পরবর্তী ডোজটি নিতে হবে।

টিকা নিন, করোনা ভাইরাস প্রতিরোধ করুন। করোনা টিকা নিতে অনলাইন নিবন্ধন করুন। নিবন্ধনের লিং https://surokkha.gov.bd/

♦ আরো বিস্তারিত তথ্য জানতে কল সেন্টারসমূহের হটলাইন : জাতীয় কল সেন্টার ৩৩৩, স্বাস্থ্য বাতায়ন  ১৬২৬৩, আইইডিসিআর ১০৬৫৫, কভিড-১৯ টেলিহেলথ ০৯৬৬৬৭৭৭২২২।