বাড়িতে থাকুন, নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন।
আমি অফিস শেষে বাড়িতেই থাকি আর নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছি। আপনি ?
০১. করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত অনলাইন প্রশিক্ষণ কোর্স ।
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত এই অনলাইন প্রশিক্ষণে।
চীনের উহান শহর থেকে শুরু হয়ে বর্তমানে সারা বিশ্বে বৈশ্বিক মহামারী (Pandemic) হিসেবে ছড়িয়ে পড়া কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা এই প্রশিক্ষণটি । স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ বিষয়ক হটলাইন সিস্টেমে যেসকল চিকিৎসক সেচ্ছাসেবী হিসেবে চিকিৎসা পরামর্শ ও সেবা দেবেন তাদের জন্য কোর্সটি বাধ্যতামূলক।
"এই কোর্সের সকল তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা
(WHO), সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (CDC)-যুক্তরাষ্ট্র, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (IEDCR), রোগ নিয়ন্ত্রণ বিভাগ (সিডিসি)-স্বাস্থ্য অধিদপ্তর ও সমন্বিত কন্ট্রোল রুম কোভিড-১৯-স্বাস্থ্য অধিদপ্ততর থেকে প্রাপ্ত ও অনুমোদিত।“
করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত অনলাইন প্রশিক্ষণ সার্টিফিকেট |
০২. কোভিড-১৯ -সচেতনতা ও প্রতিকার কোর্স ।
কোভিড-১৯ -সচেতনতা ও প্রতিকার কোর্স । ব্র্যাক ও সরকারের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম যৌথভাবে কোর্সটি চালু করেছে। করোনা ভাইরাস ও প্রতিরোধে আমাদের করণীয় কোর্সটি আগ্রহী সাধারন জনগণ, ভলেন্টিয়ার, ডাক্তার ও গণমাধ্যম শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে।
কোর্সটির মাধ্যমে যেকেউ কোভেড-১৯ ভাইরাস ও প্রতিরোধে করণীয় বিষয়ে জরুরি প্রাথমিক জ্ঞান অর্জনে সক্ষম হবেন।
COVID 19 -সচেতনতা ও প্রতিকার অনলাইন সার্টিফিকেট |
০৩. কোভিড-১৯ প্রতিরোধে বেসরকারি স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ কোর্স
কোভিড-১৯ প্রতিরোধে বেসরকারি স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ কোর্স । জীয়ন বাংলাদেশ লিমিটেড ও সরকারের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম যৌথভাবে কোর্সটি চালু করেছে। কোর্সটির মাধ্যমে বাংলাদেশে কর্মরত ফার্মাসিস্ট, কেমিস্ট, পল্লী চিকিৎসক, এলএমএএফ-সহ অন্যান্য বেসরকারি স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাবেন।
মহামারী করোনা ভাইরাস থেকে বাচার জনসচেতনা করতে ও সাধারন প্রাথমিক স্বাস্থ্য সেবা দিতে সকাল ৭.৪০মি. সিএইচসিপি বাড়ী থেকে বাহির হন খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে-
chcp অফিস যাচ্ছেন |
ঠিক সকাল ৭.৫০মিনিটে খেড়কাটি সিসিতে যেয়ে সেবা দেয়া শুরু করেন।
সকাল ৭.৫৫ মিনিটে অফিস খুলছেন CHCP |
করোনা ভাইরাসের প্রাককালে প্রত্যেক সেবা গ্রহিকাকে বাধ্যতামুলক হাত ধুইতে হবে, মাক্স পড়তে হবে এমনই খেড়কাটি সিসির বর্তমান নিয়ম।
সেবা গ্রহনকারী করোনা সচেতনায় হাত ধুতেছেন |
কর্মবিরতী ছাড়া সকাল ০৮.০০ থেকে ১২.০০ টা সেবা দেয়া হচ্ছে ।
CHCP সিসিতে সেবা দিচ্ছেন |
CHCP সিসিতে সেবা দিচ্ছেন |
CHCP সিসিতে সেবা দিচ্ছেন |
CHCP সিসিতে সেবা দিচ্ছেন |
CHCP সিসিতে সেবা দিচ্ছেন |
অফিস শেষে আবার বাড়ীতে লেখাপড়া বেশ ভালই লাগে লেখাপড়া করতে।
‘মুক্তপাঠ" আমার জীবনে অনলাইন লেখাপড়ার একটি সুন্দর সাইট।
‘মুক্তপাঠ’(http://www.muktopaath.gov.bd) বাংলা ভাষায় নির্মিত একটি উন্মুক্ত ই-লার্নিং প্লাটফর্ম। এ প্লাটফর্ম থেকে আগ্রহী যে কেউ যে কোনো সময় যে কোনো স্থান থেকে অনলাইন কোর্সে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বিষয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। এই প্লাটফর্মে সাধারণ শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ রয়েছে। এমনকি বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীও ‘মুক্তপাঠ’ থেকে বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করে আত্মকর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। ‘মুক্তপাঠ’-এর ব্যবহারকারী হল শিক্ষক, স্বাস্থ্য কর্মী, শিক্ষার্থী, যুবসমাজ, কর্মজীবী ব্যক্তিবর্গ, বিদেশগামী কর্মী,
প্রবাসী কর্মী কিংবা গৃহিণী সবাই।
উল্লেখ্য যে, মুক্তপাঠ ২০১৮ সালে আন্তর্জাতিকভাবে আই টি ইঊ কর্তৃক প্রদানকৃত WSIS (World Summit of Information Society) পুরস্কার অর্জন করে এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) কর্তৃক গণমাধ্যম ক্ষেত্রেও নতুন উদ্ভাবন/ সৃজনশীলতা বিবেচ্য বিষয়ে “মুক্তপাঠ”-কে “সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০১৮” প্রদান করা হয় ।
০৪: কম্পিউটার নিরাপত্তা কোর্স (৩য় ব্যাচ),
এই কোর্স করলে কম্পিউটার নিরাপত্তা কোর্সটি জানলে কম্পিউটার ব্যবহারকারীরা কম্পিউটার এর নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে এবং যাবতীয় ক্ষতি থেকে কম্পিউটারকে নিরাপদ রাখতে পারেন।
কোর্সের উদ্দেশ্য :
১: কম্পিউটার নিরাপত্তা কোর্সের উদ্দেশ্যই হলো সঠিকভাবে ও নিরাপদে কম্পিউটার ব্যবহার করতে পারা।
eLearning Courses for Social and Behavior Change Communication (SBCC).
০৫. যক্ষ্মা বিষয়ে মাঠকর্মীদের জন্য ই-শিক্ষণ (ই-লার্নিং) কোর্স
০৫. যক্ষ্মা বিষয়ে মাঠকর্মীদের জন্য ই-শিক্ষণ (ই-লার্নিং) কোর্স
এই কোর্স গ্রহণ করে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক কার্যক্রমে নিয়োজিত সরকারি ও বেসরকারি সংস্থার মাঠকর্মীরা যক্ষ্মার উপর তাদের হালনাগাদ পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে যক্ষ্মা রোগী সনাক্ত করার মাধ্যমে এই রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
মাঠকর্মী ছাড়াও তাদের সুপারভাইজারও এই কোর্স গ্রহণ করে উপকৃত হতে পারবেন।
এই কোর্সে মোট ৬টি মডিউল রয়েছে। এগুলি হলো-
মডিউল ১: যক্ষ্মা সম্পর্কে মৌলিক ধারণা
মডিউল ২: শিশুর যক্ষ্মা
মডিউল ৩: ঔষধ প্রতিরোধী যক্ষ্মা (MDR)
মডিউল ৪: যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসা
মডিউল ৫: যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে সামাজিক ও আচরণ পরিবর্তন যোগাযোগের ভূমিকা
মডিউল ৬: যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে মাঠকর্মীদের ভুমিকা।
০৬. পুষ্টি বিষয়ে মাঠকর্মীদের জন্য ই-শিখণ (ই-লার্নিং) কোর্স
মাঠকর্মীদের জন্য পুষ্টি বিষয়ের উপর তৈরি ই-শিখণ কোর্সে স্বাগতম। এই কোর্স গ্রহণ করে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক কার্যক্রমে নিয়োজিত সরকারি ও বেসরকারি সংস্থার মাঠকর্মীরা পুষ্টি বিষয়ে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে সঠিক পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
মাঠকর্মীছাড়া তাদের সুপারভাইজার ও মাঠপর্যায়ে সেবাদানকারীরা এই কোর্স গ্রহণ করে উপকৃত হতে পারবেন।
এই কোর্সে মোট ৮টি মডিউল রয়েছে। এগুলো হলো-
মডিউল- ১: খাদ্য ও পুষ্টি
মডিউল- ২: মায়ের পুষ্টি
মডিউল- ৩: মায়ের দুধ খাওয়ানোর উপকারিতা ও সুপারিশ অনুযায়ী মায়ের দুধ খাওয়ানোর পদ্ধতি
মডিউল- ৪: শিশুর বাড়তি খাবার –গুরুত্ব ও সুপারিশমালা
মডিউল- ৫: শিশুর পুষ্টির অবস্থা নির্ধারণ এবং গ্রোথ মনিটরিং ও প্রমোশন
মডিউল- ৬: কৈশোরকালীন পুষ্টি
মডিউল- ৭: বয়স্ক/প্রবীণদের পুষ্টি
মডিউল- ৮: পুষ্টি বিষয়ক রেফারেল ও ফলো-আপ
০৭. কিশোর-কিশোরীর স্বাস্থ্য বিষয়ে মাঠকর্মীদের জন্য ই-শিখণ (ই-লার্নিং) কোর্স
মাঠকর্মীদের জন্য কিশোর-কিশোরীর স্বাস্থ্য বিষয়ের উপর তৈরি ই-শিখণ কোর্সে স্বাগতম। এই কোর্স গ্রহণ করে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক কার্যক্রমে নিয়োজিত সরকারি ও বেসরকারি সংস্থার মাঠকর্মীরা কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সঠিক পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
মাঠকর্মী ছাড়া তাদের সুপারভাইজার ও মাঠপর্যায়ে সেবাদানকারীরা এই কোর্স গ্রহণ করে উপকৃত হতে পারবেন।
এই কোর্সে মোট ১২টি মডিউল রয়েছে। এগুলো হলো-
মডিউল - ১: কৈশোর বা বয়ঃসন্ধিকালের পরিচিতি
মডিউল - ২: আর্থ-সামাজিকওজনমিতিরপ্রেক্ষাপটেবাংলাদেশেকিশোর-কিশোরীদেরঅবস্থা
মডিউল - ৩:বয়ঃসন্ধিকালীনশারীরিকওমানসিকপরিবর্তনএবংকৈশোরকালীনসমস্যাসমূহ
মডিউল - ৪: ব্যক্তিগতপরিচ্ছন্নতা এবং শারীরিক পরিবর্তনের ব্যবস্থাপনা
মডিউল - ৫: বয়ঃসন্ধিকালীনখাদ্য ও পুষ্টির প্রয়োজনীয়তা
মডিউল - ৬: বাল্যবিবাহ
মডিউল - ৭:প্রজননতন্ত্রেরসংক্রমণ,যৌনরোগএবংএইচআইভিওএইডস
মডিউল - ৮: কৈশোরকালীনসময়েঝুঁকিপূর্ণআচরণএবংমাদকাসক্তি
মডিউল - ৯: জেন্ডারওজেন্ডারবৈষম্য মডিউল - ১০: নারী নির্যাতন ও যৌন হয়রানি
মডিউল - ১১:কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা শিক্ষা ও জীবন গড়ারপরিকল্পনা
মডিউল - ১২:কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা
মডিউল - ২: আর্থ-সামাজিকওজনমিতিরপ্রেক্ষাপটেবাংলাদেশেকিশোর-কিশোরীদেরঅবস্থা
মডিউল - ৩:বয়ঃসন্ধিকালীনশারীরিকওমানসিকপরিবর্তনএবংকৈশোরকালীনসমস্যাসমূহ
মডিউল - ৪: ব্যক্তিগতপরিচ্ছন্নতা এবং শারীরিক পরিবর্তনের ব্যবস্থাপনা
মডিউল - ৫: বয়ঃসন্ধিকালীনখাদ্য ও পুষ্টির প্রয়োজনীয়তা
মডিউল - ৬: বাল্যবিবাহ
মডিউল - ৭:প্রজননতন্ত্রেরসংক্রমণ,যৌনরোগএবংএইচআইভিওএইডস
মডিউল - ৮: কৈশোরকালীনসময়েঝুঁকিপূর্ণআচরণএবংমাদকাসক্তি
মডিউল - ৯: জেন্ডারওজেন্ডারবৈষম্য মডিউল - ১০: নারী নির্যাতন ও যৌন হয়রানি
মডিউল - ১১:কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা শিক্ষা ও জীবন গড়ারপরিকল্পনা
মডিউল - ১২:কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা
০৮. Introduction to Monitoring and Evaluation for SBCC Programs
Welcome to
the eLearning course on Introduction to Monitoring and Evaluation (M&E) for
Social and Behavior Change Communication (SBCC) programs. This course will take
you through four modules in an interesting and easy-to-use format. M&E
course has 4 modules:
1.Introduction to Basic Concepts of Monitoring and Evaluation for SBCC,
2.Monitoring & Evaluation Framework for SBCC,
3. Working with M&E Data; and
4. M&E Applications to SBCC.
করোনা ভাইরাস-১৯ সংক্রমণ প্রতিরোধ এবং কন্ট্রোল (আইপিসি) এর ওয়ার্ড হেলথ অর্গানাইজেশন (WHO) গাইটলাইন এর উপর লেখাপড়া অতপর সার্টিফিকেট
Infection Prevention and Control (IPC) for Novel Coronavirus (COVID-19),
Infection Prevention and Control (IPC) for Novel Coronavirus (COVID-19),
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন