১৪
জুলাই /১৮ রোজ শনিবার দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন/২০১৮ উপলক্ষে দিনাজপুর জেলার, চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ খেড়কাটি কমিউনিটি ক্লিনিক-এ অনুষ্ঠিত হয় । উপস্তিত ছিলেন FPI, অজিদ রায়, HA, আফসার আলি, CHCP, মো: ফরহাদ হোসেন.
আগামী ১৪/০৭/২০১৮ তারিখে সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। ঐ দিন সকাল ৮.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত আপনার নিকটস্হ টিকাদান কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১ টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে,
এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
মসজিদের ইমাম সাহেবের কাছে মসজিদ বার্তা প্রেরন, যা ইমাম সাহেব জুমার দিন ভিটামিন এ কথা মুসুল্লিদের মাঝে বলবেন।
ভিটামিন এ ক্যাপসুলের উপকারিতা
"ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান"।
ক্যাম্পেইনের দিন যে সকল পুষ্টি বার্তা প্রচার করা হবে -
ভিটামিন ‘এ’ র অভাবের মূল কারনসমূহ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ১৯৭৩ সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভিটামিন ‘এ’ এর গান।
ওয়ার্ড স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ চিত্র |
এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তাই আসুন নিজে সচেতন হই অন্যকে ও সচেতন করি। আগামী ১৪ই জুলাই ২০১৮ রোজ শনিবার আপনার শিশুকে এবং ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ+ ক্যাম্পেইন সফল করি।
আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।
আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।
মসজিদের ইমাম সাহেবের কাছে মসজিদ বার্তা প্রেরন, যা ইমাম সাহেব জুমার দিন ভিটামিন এ কথা মুসুল্লিদের মাঝে বলবেন।
"ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান"।
ভিটামিন
‘এ’ র অভাবের অন্যান্য ক্ষতিকর প্রভাবসমূহ
০১.রোগ
প্রহতবোগ ক্ষমাত কমে যাওয়া
( ফলে শিশুরা শ্বাসতন্ত্র ও
পরিপাকতন্ত্রের প্রাদাহ এবং অন্যঅন্য সংক্রামক
বোগে ঘন ঘন আক্রান্ত
হয়
০২.ডায়রিয়ার
ব্যাপ্তিকাল বৃদ্ধি ও হাম
পরবর্তী জটিলতা বৃদ্ধি পায়
০৩.শরীরের
স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়
০৪.রক্তস্বল্পতা
০৫.ত্বকের
শুষ্কতা বৃদ্ধি ও ত্বক
মলিন হয়ে যায়
ক্যাম্পেইনের দিন যে সকল পুষ্টি বার্তা প্রচার করা হবে -
ক্যাম্পেইনের দিন যাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যারে না।
ক্যাম্পেইনের দিন অভিবাবক ও মাঠকর্মীর যে সকল সতর্কতা মেনে চলতে হবে।
ভিটামিন ‘এ’ র অভাবের মূল কারনসমূহ
⦿ অপর্যাপ্ত পরিমান ভিটামিন ‘এ’ সমৃদ্ধথাবার গ্রগন
⦿ জরন্মর পর শিশুকে শাল দুধ খাওয়ানো
⦿ নিয়মিতভাবে ও পর্যাপ্ত সময় ধরে শিশুকে মায়ের দুধ না খাওয়ানো
⦿ যথাযথভাবে পরিপূরক ও সুষম খাবার না খাওনো
⦿ দারিদদ্রতা ও ভিটামিন ‘এ’ সমুদ্ধ খাবার ক্রয়ের অক্ষমতা
⦿ ভিটামিন ‘এ’ প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা ও জ্ঞানে অভাব
শিশুকে আস্ত বা গোটা ক্যাপসুল খাওয়ানো যাবে না।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন/২০১৮ উপলক্ষে স্বেচ্ছাসেবী প্রশিক্ষনের এক অংশ
ভিটামিন ‘এ’ এর গান।
বাস্তবায়নে
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও
জাতীয় পুষ্টি সেবা
স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন