ডা.
আজমল হক।
= = = = = = = = = =
বর্তমানে ( ইউ এইচ এন্ড এফপি ও) উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স চিরিরবন্দর। তিনি ছোট কাল থেকে ছিলেণ সত্য ও ন্যায়ের প্রতিক । দিগ্বিজয়ী, পরাক্রান্ত, সৎ ও নিপুণ যোদ্ধা ছিলেন তিনি। তিনি অন্যায়ের সাথে কখনই আপোষ করেননি। তিনি বহুবার বহু বাধা, বিপত্তি জয় করেছেন। তিনি যেখানেই চাকুরীতে যান তার অধিনস্ত সকল কর্মচারী তাঁকে দারুণ ভালবাসে ও শ্রদ্ধা করে।
একবার তার অধিনস্ত সিএইচসিপি মো: ফরহাদ হোসেন, ডা আজমল হক স্যারকে জিজ্ঞেস করলেন,
আপনি কিভাবে অসম্ভব কে সম্ভব করেন ?
চিরিরবন্দর হাসপাতাল পরিত্যাক্ত জায়গায় ফুল ও পুষ্ঠি বাগান কিভাবে করলেন? আপনার আগেও অনেক ( ইউ এইচ এন্ড এফপি ও) উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স চিরিরবন্দরে ছিলেন । তাদের জনবল ও ছিল । তারা ও চেষ্ঠা করেছেণ । কিন্তু তারা আপনার মতো এমন সুনাম অর্জন করতে পারেন নি। তারা আপনার মতো এত দেশ ভ্রমন করতে পারেননি।
কিভাবে হাসপাতালকে দর্নীতিমুক্ত করলেন?
এর কারণ কী ?
একবার তার অধিনস্ত সিএইচসিপি মো: ফরহাদ হোসেন, ডা আজমল হক স্যারকে জিজ্ঞেস করলেন,
আপনি কিভাবে অসম্ভব কে সম্ভব করেন ?
চিরিরবন্দর হাসপাতাল পরিত্যাক্ত জায়গায় ফুল ও পুষ্ঠি বাগান কিভাবে করলেন? আপনার আগেও অনেক ( ইউ এইচ এন্ড এফপি ও) উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স চিরিরবন্দরে ছিলেন । তাদের জনবল ও ছিল । তারা ও চেষ্ঠা করেছেণ । কিন্তু তারা আপনার মতো এমন সুনাম অর্জন করতে পারেন নি। তারা আপনার মতো এত দেশ ভ্রমন করতে পারেননি।
কিভাবে হাসপাতালকে দর্নীতিমুক্ত করলেন?
এর কারণ কী ?
ডা.
আজমল প্রশ্ন শুনে মৃদু হাসলেন আর বললেন,
আমি সব কিছু জয় করেছি ভালোবেসে। সকলকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি । কাউকে আমি ছোট করে দেখিনি। তাই তারাও ও আমাকে ভালোবেসেছে। আমি কারও বদনাম করিনি । চাকুরী বিধি মেনে চলেছি। মানুষকে মানুষের মর্যাদা দিয়েছি । সকলের উদ্দেশে ডা. আজমল বললে : নিজে ভালো, কর্মঠ ও আন্তরিক হলে সব ভালো।
আমি সব কিছু জয় করেছি ভালোবেসে। সকলকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি । কাউকে আমি ছোট করে দেখিনি। তাই তারাও ও আমাকে ভালোবেসেছে। আমি কারও বদনাম করিনি । চাকুরী বিধি মেনে চলেছি। মানুষকে মানুষের মর্যাদা দিয়েছি । সকলের উদ্দেশে ডা. আজমল বললে : নিজে ভালো, কর্মঠ ও আন্তরিক হলে সব ভালো।
= = = = = = = = = =
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন