করোনা ভাইরাস (COVID-19) বনাম কমিউনিটি ক্লিনিক

 কমিউনিটি ক্লিনিক ঃ

Community অর্থ নিদিষ্ট এলাকার জনগন, আর Clinic অর্থ স্বাস্থ্য সেবা দান কারী প্রতিষ্ঠান অথ্যাৎ নিদিষ্ট এলাকার জনগনের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার নাম কমিউনিটি ক্লিনিক ( Community Clinic ).



করোনা ভাইরাস (COVID-19) ঃ

 কোভিড-১৯ (করোনাভাইরাস সংক্রামক অসুখ ২০১৯) একটা অসুখ যা করোনাভাইরাস নামের এক ধরনের ভাইরাস থেকে হয়। করোনাভাইরাসের দেহে খোঁচা খোঁচা কাঁটার মতো কিছু জিনিস দেখা যায়। এদের অনেকটা মুকুটের মতো দেখতে লাগে। তাই মুকুটের ল্যাটিন  প্রতিশব্দ করোনা থেকেই এসেছে এই ভাইরাসের নাম। বর্তমানে প্রাণঘাতী করোনাভাইরাস একটি ভয়বা রোগের নাম। মূলত এটি একটি দ্রুত সংক্রমনশীল একটি ভাইরাস- যা মানুষের ফুসফুসের মারাত্মক ক্ষতের সৃষ্টি করেছে।



করোনা ভাইরাস মহামারীর সময় এলাকার লোকের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং করোনা ভাইরাস বিষয় জনসচেতনতা করতে চিরিরবন্দর উপজেলার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সেবা দিয়ে যাচ্ছে। ঘরে থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন, একে অপরের দুরত্ব বজায় রাখুন, জনসমাগম এড়িয়ে চলুন, নিজে ভাল থাকুন, পরিবারকে ভাল রাখুন।

কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাস মোকাবেলায় - 
Health Education: 

01. Hand washing.(হাত ধোয়া) ঃ 

 কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা নিতে আসা প্রত্যেককে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত হাত ধুতে শিক্ষা দেয়া  ও বলা হয়।
02.  social distance.( সামাজিক দুরত্ব মেনে চলা):

কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রোগীদের সামাজিক দুরত্ব মেনে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া হয়। করোনা থেকে বাচতে সকল রোগীকে কমপক্ষে ৩ ফিড দুরত্ব বজায় রেখে চলতে বলা হয়।

  03. Wear a mask. (নো মাস্ক নো সার্ভিস) : 
No Mask No Service , মাস্ক নেই তো সেবা নেই ,"সেবা পেতে অবশ্যই মাস্ক পড়ুন"

                                                                                                                          No Mask No Service , মাস্ক নেই তো সেবা নেই ,"সেবা পেতে অবশ্যই মাস্ক পড়ুন"

 নো মাস্ক নো সার্ভিস নিতিতে কাজ করে যাচ্ছে সিএইচসিপি। আগত রোগীদের মাস্ক পরা নিশ্চিত করা হচ্ছে সিসিগুলোতে। সঠিক ভাবে মাস্কপরা রোগীদের শেখানো হচ্ছে  কমিউনিটি ক্লিনিকগুলোতে। 


: == = = = = = = = = = :



করোনা টিকা নিবন্ধন করন ও টিকা নিতে উপজেলায় প্রেরনঃ

                                                         কমিউনিটি ক্লিনিকে বসে সিএইচসিপি নিয়মিত করোনা টিকা নিতে নিবন্ধন করে যাচ্ছে। ৪০ বছরের উপরে টিকা নিতে নিবন্ধন ও উৎসাহ প্রদান করছে এলাকার জনগনকে।

: == = = = = = = = = = :


শিশু খাবার ও পুষ্টি বিষয় কাউন্সেলিংঃ

                                                          একজন সিএইচসিপি  কমিউনিটি ক্লিনিকে বসে শিশু খাবার ও পুষ্টি বিষয় কাউন্সেলিং করে যাচ্ছে  যা এই করোনা ভাইরাস প্রতিরোধে অত্যান্ত কার্যকর। পুষ্টি ট্রে মাধ্যমে এটি আরো এলাকার জনগন উপকৃত হচ্ছে।
: == = = = = = = = = = :


সাধারন চিকিৎসাঃ 

সাধারন চিকিৎসা                                                         প্রত্যন্ত গ্রামের সুবিধা বঞ্চিত মানুষ হাতের কাছেই সাধারন রোগের চিকিৎসা পাচ্ছে বলে উপজেলা ও জেলা হাসপাতালে রোগীর ভিড় কমছে। যার ফলে করোনা সংক্রমন  ঝুকি কমছে। সন্দেহ ভাজন রোগীদের রেফার করা হচ্চে।

: == = = = = =   = = = = = :

কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভালী:

দেশে প্রায় ৪০০০ টির বেশি কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারী করান হয়। কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারী হওয়ার কারনে গর্ভবতী মাদের 
উপজেলা ও জেলা হাসপাতালে যেতে হচ্ছে না । তাই  উপজেলা ও জেলা হাসপাতালে কমেছে নরমাল ডেলিভারী করান চাপ যা করোনা সংক্রমনে কমছে ঝুকি।


: == = = = = = = = = = :


COVID-19 সংক্রমনের ঝুঁকি আছে কিনা জানতে কমিউনিটি ক্লিনিকে সিমেড(CMED) স্ক্রিনিংঃ

জাতীয় কোভিড-১৯ ডিজিটাল সারভেইল্যান্স সিস্টেম।

মহামারী করোনায় সবাই যখন আতঙ্কিত, তখন “প্রতিকার নেই কিন্তু প্রতিরোধ সম্ভব” এ কথা মাথায় রেখে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও সিমেড হেলথ নিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন জাতীয় কোভিড-১৯ ডিজিটাল সার্ভেলাইন্স সিস্টেম (COVID-19 DSS)। কমিউনিটি ক্লিনিকে স্ক্রিনিং এর মাধ্যমে রোগীর সম্ভাব্য করোনা জানা যায় এবং প্রয়োজনে রেফার করা হয়।



: == = = = = = = = = = :


বিভিন্ন দিবস ও জাতীয় অনুষ্ঠান সমুহে স্বাস্থ্য বিধি মানা শিক্ষাঃ


 করোনা ভাইরাস কোভিড-১৯ এর জন্য স্বাস্থ্য বিধি মেনে ভিটামিন '' ক্যাপসুল মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং বছর থেকে বছর বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিনক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যবিধি (শারীরিক দূরত্ব কমপক্ষে ফুট, মাস্ক পরিধান, সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া) মেনে ক্যাম্পেইন উদযাপিত হয়।




: == = = = = = = = = = = = :


করোনা পজিটিব রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ পৌছানঃ

"করোনাকে ভয় নয়, সবাই মিলে করবো জয়"

চিরিরবন্দর উপজেলার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার পাশা পাশি নিজ কর্মএলাকা ভিয়াইল ইউনিয়নের বর্গচা ও পাটাইকুড়ী গ্রামে করোনায় আক্রান্ত রোগীকে পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ, সাহস, ভালোবাসা এবং ডা. মো: আজমল হক, UH&FPO স্যারের প্রিসক্রিপসন মত ওষুধ পৌছে দিতে দুজনের বাড়িতে সিএইচসিপি মো: ফরহাদ ।



: == = = = = = = = = = :


করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তথা এ ভাইরাসের ক্ষতিকর প্রভাব থেকে জনগনকে সুরক্ষিত রাখতে এবারের জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১ বিকল্প পদ্ধতিতে সকল কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি), এইচএ ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ৫ বছর থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় কৃমি নাশক ঔষুধ খাওয়ানো হয়।



: == = = = = = = = = = = = = :


কমিউনিটি ক্লিনিকের CHCP

     একজন সিএইচসিপি কমিউনিটি ক্লিনিকে সেবা দেয়ার কারনে-

প্রতি দিন গড়ে ৩৫/৪০ জন সাধারন রোগীকে যেতে হচ্ছে না উপজেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, প্রাইভেট হাসপাতালে, ফলে একজন রোগী যেমন- সময়, যাতায়াত খরচ, মহিলা হলে তার সাজু গুজু ও সঙ্গে একজন সাথী, ওষুধ কেনা অর্থনৈতিক থেকে রক্ষা পাচ্ছে, সাবলম্বী হচ্ছে তার পরিবার, তেমনি-  উপজেলা ও জেলা হাসপাতালে কমছে রোগীর চাপ। এই মহামারী করোনা কালে কমছে সংক্রমন ঝুকি।

** কমিউনিটি ক্লিনিকে আসুন সেবা নিন, সুস্থ্য থাকু, ** “শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাচায় প্রান” 'ভ্যাকসিনেটেড হোন, নিজে বাঁচুন, দেশকে বাঁচান' ** মাক্স পড়ুন, করোনা থেকে বাচুন” **


করোনা কালীন সময় কমিউনিটি ক্লিনিক এর সেবা ভাল লাগলে শেয়ার করুন



করোনা কালীন সময় কমিউনিটি ক্লিনিক এর সেবা