গর্ভবতী মা ও শিশু পুষ্টি বিষয় জনসচেত মুলক সিসিতে মা সমাবেশ

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মা ও শিশু পুষ্টি বিষয় জনসচেত মুলক সিসিতে মা সমাবেস করা হয় ২৪/১০/২০১৯ ইং রোজ বৃহস্পতিবার ।
আলোচননার উদ্দেশ্য:
০১. গর্ভবতী মা পুষ্টি সম্পর্কে সঠিক ধারনা পাবে আর কুসংষ্কার দুর হবে।
০২. সিসিতে  সিডিউল মত ANC, PNC সেবা নিতে উৎসাহ বাড়বে।
০৩. প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারীতে উৎসাহ প্রদান।
০৪. সন্তান জন্মের পর ০১ ঘন্টার মধ্যে যত তারা তারি মায়ের দুধ খাওয়ান, ৬মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দূধ খাওয়ান ৬ মাস থেকে ২ বছর মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার এবং শিশুর সব কটি টিকা সম্পন্ন করা।
০৫. সিসিতে সেবা নিতে উৎসাহ প্রদান।


  মা একটি ছোট শব্দ হলে ও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতেআর এই মা ও মায়ের পরিবারকে যদি স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা করা যায় তাহলেই সব পাওয়া।


শিশুকে শাল দুধ খাওয়ানোর উপকারিতা:
শালদুধ শিশুর জীবনের প্রথম টিকা হিসাবে কাজ করে 
শালদুধ আমিষ সমৃদ্ধ এবং এতে প্রচুর ভিটামিন- আছে
এতে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা 
শালদুধ শিশুর পেট পরিষ্কার করে এবং নিয়মিত পায়খানা হতে সাহায্য করে
শিশুর জন্ডিস হবার সম্ভাবনা কমে যায় 

মায়ের উপকার =
. জম্মের পরপরই শিশুকে বুকের দুধ দিলে মায়ের প্রসবজনিত রক্তপাত বন্ধ হয় পরবর্তীতে রক্তস্বল্পতা হয়না গর্ভজনিত স্ফীত জরায়ু দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে
. শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ালে মায়ের স্বাস্থ্য ভাল থাকে
. যে সব মা শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের স্তন, জরায়ু এবং ডিম্বকোষের ক্যান্সার হবার সম্ভাবনা কম থাকে
. মাস বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ালে স্বাভাবিকভাবে জন্মনিয়ন্ত্রনে সাহায্য করে এবং বৎসর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ালে ঘন ঘন গর্ভবতী হবার সম্ভাবনা কমে যায়
. বুকের দুধ খাওয়ালে মায়ের আত্ব বিশ্বাস বাড়ে শিশুর সাথে মায়ের আত্মিক বন্ধন দৃঢ় হয়
. মায়ের দুধ নিরাপদ, ঝামেলামুক্ত এবং মায়ের বাড়তি খাটুনি সময় বাঁচায় এবং অর্থের সাশ্রয় হয়




আরও পড়ুন :  পুষ্টি সপ্তাহ ২৩ এপ্রিল হতে ২৯ এপ্রিল ২০১৮ খেড়কাটি সিসিতে পালন





ধন্যবাদ