স্বল্পোন্নত দেশ(এলডিসি)থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ।

স্বল্পোন্নত দেশ(এলডিসি)থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ।
"বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ" সপ্তাহব্যাপী খেড়কাটি সিসিতে বিশেষ স্বাস্থ্য  সেবা প্রদান -



প্রথমবারের মতো বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ পেরোলো ।
১৯৭৫ সাল থেকে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় ছিল বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র জাতিসংঘের কাছ থেকে পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি আদায়ের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করতে হলে উন্নতির এ ধারা আরো ছয় বছর অব্যাহত রাখতে হবে। ২০২১ সালে এ বিষয়ে প্রথম রিভিউ হবে। এর তিন বছর পর আরেকটি মূল্যায়ন হবে। এ দুটি মূল্যায়নে উত্তীর্ণ হলে ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ।  এলডিসি থেকে উত্তরণের জন্য আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ঝুঁকি সূচক (ইভিআই) এই তিন শর্ত পূরণ করতে হয়, যা বাংলাদেশের ক্ষেত্রে পূরণ হয়েছে। 
এ উপলক্ষে আগামী ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশব্যাপী এক সপ্তাহের উৎসব পালন করবে প্রশাসন। গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের স্বাক্ষর করা এক আদেশের মাধ্যমে সরকারের সব বিভাগের সচিব বরাবর লেখা চিঠিতে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় -


"বাংলাদেশ এলডিসি least developed country (LDC) স্ট্যাটাস থেকে উত্তরণ" বিষয়ে সপ্তাহব্যাপী খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে আগামী ২০ থেকে ২৫ মার্চ/২০১৮ইং  পর্যন্ত স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন এবং ২২/০৩/২০১৮ তাং কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশের স্বল্পোউন্নত দেশের এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণের জন্য খেড়কাটি সিসির পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।  









বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ" খেড়কাটি সিসিতে বিশেষ সেবা প্রদানের প্রস্ততি সভার কার্যবিবরনী




কমিউনিটি বেইজড হেলথ কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর, সিবিএইচসি কার্যালয়,

|| বাংলাদেশের এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে ২০ থেকে ২৫ মার্চ /২০১৮ বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনের  প্রস্তুতি নিমিত্তে  গৃহীত কর্মসূচী পালন প্রসঙ্গে। |


কমিউনিটি ক্লিনিকের নাম           tখেড়কাটি কমিউনিটি ক্লিনিক
সাবেক ওয়ার্ড                t           ০১
ইউনিয়ন                       t           ৯ নং ভিয়াইল
উপজেল                         t           চিরিরবন্দর  
জেলার নাম                   t           দিনাজপুর
সভাপতি                                    t           মো : আনিসুর রহমান  
স্থান                             t           খেড়কাটি কমিউনিটি ক্লিনিক  
মাস                               t           ১৮ ই মার্চ/২০১৮ইং
তারিখ                          t           ১৮ ই মার্চ/২০১৮ইং, ০৪ঠা চৌত্র, 1424,  রোজ - রবিবার |
সময়                             t           দুপুর ২.৩০ মিনিট
সভার ধরন                   t           জরুরী  
সভার নং                      t           100


উপস্তিত সিজি সদস্য উপস্তির তালিকা পরিশিষ্ট “ক” দ্রষ্টব্য ।


অদ্য ১৮/০৩/২০১৮ ইং তারিখ রবিবার বাংলাদেশের এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে  ২০ থেকে ২৫ মার্চ /২০১৮ ইং বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনের নিমিত্তে গৃহীত কর্মসূচী পালন /২০১৮ এর প্রস্তুতি আলোচনা সভা উৎযাপন উপলক্ষে সিসি মুল কমিটির সভাপতি মো: আনিছুর রহমান আলোচনা সভাপতির আসন গ্রহন করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও সালাম জানিয়ে স্বাগত বক্তব্য রেখে পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে  আজকের আলোচনা সভার কাজ শুরু করা হয়  



      আলোচ্য বিষয়ের উপর আলোচনা শুরু হলে সভাপতির অনুমতি ক্রমে উপস্তিত সিএইচসিপি মো: ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশের স্বল্পোউন্নত দেশের এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণের জন্য খেড়কাটি সিসির পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।  
বাংলাদেশের এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে ২০ থেকে ২৫ মার্চ /২০১৮ বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ। উক্ত  সেবা সপ্তাহ সিসিতে পালন করার জন্য সিবিএইচসি এর লাইন জনাব অধ্যাপক ডা: মো: আবুল হাসেম খান মহোদয় স্বারক নং সিবিএইচসি/প্রশাসন/পত্রজারী -১৫/১-২০১৮/৪২৫/১(৮)  তারিখ ১৫/০৩/২০১৮ ইং ইমেইল মারফত একটি চিঠি দেন উক্ত চিঠিটি সিএইচসিপি পড়ে শুনান সকল সদস্য তা মনোযোগ দিয়ে শ্রবন করেন।   
উক্ত বিষয়ের উপর আলোচনা পর্যালোচনা সমালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হল, অগামী ২০ থেকে ২৫ মার্চ/ ২০১৮ইং বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ খেড়কাটি সিসিতে পালন করা হবে।
বাংলাদেশের এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ পালনের উদ্দেশ্যে গৃহীত বিস্তারিত কার্যক্রম সন্নিবেশিত করা হলো। এজেন্ডার বিষয়ভিত্তিক বিস্তারিত আলোচনা ও আলোচনা শেষে নিম্ন বর্নিত সিদ্ধান্ত সমুহ গৃহীত ও অনুমোদিত হল।  
তাহা নিম্নরুপ :-


আলোচ্য বিষয় / তারিখ
আলোচনা /সিদ্ধান্ত
বাস্তবায়নের দায়িক্ত
২০/০৩/২০১৮ (মঙ্গলবার)

 . সিসি অন্যান্য দিনের তুলনায় বেশি পরিষ্কার পরিছন্ন রাখতে হবে
০২. যে কোন স্বাস্থ্য সেবার জন্য ২৪ ঘন্টা  হেলপ ডেস্ক নং০১৭১৩৭৩৩০৮৩
০৩. এই ওযাডের ব্র্যাক স্বাস্থ্য কর্মীর ( গর্ভবতী মাদেরসিসিতে আসতে উদ্ভত করবে) সহযোগীতায় গর্ভবতীমাদের ফ্রি ডায়াবেটিক পরীক্ষা রক্তচাপ পরিমাপ, ব্লাড গ্লুকোজ পরিমাপ, ওজন উচ্চতা পরিমাপ করা হবে
. শুধু মাত্র গর্ভবতী মাদের জন্য  সেবা সপ্তাহ উপলক্ষে নাস্তার প্যাকেট দেয়া হবে
এইচএ, সিএইচসিপি, এফডাবলুএ
২১/০৩/২০১৮ (বুধবার)

সকল রোগীর ফ্রি রক্তচাপ পরিমাপ, ব্লাড গ্লুকোজ পরিমাপ, ওজন ও উচ্চতা পরিমাপ। যাদের অসংক্রামক রোগ ধরা পড়বে বা যারা ঝুঁকিপূর্ণ জীবন যাপন করেন তাদের সাথে আলোচনা বৈঠকের মাধ্যমে বিভিন্ন পরামর্শ দেয়া হবে।প্রয়োজনে রেফার
এইচএ, সিএইচসিপি, এফডাবলুএ
/০৩/২০১৮
(বৃহস্পতিবার)
০১. সিসি মুল কমিটি , সিসি সাপট কমিটি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে আরোচনা সভা।
০২. সবাই মিলে মিষ্টিমুখ করা করা
সকল সদস্য
২৪/০৩/২০১৮ (শনিবার)
২৪ মার্চ /২০১৮ বিশ্ব ক্ষ্মা দিবস হওয়ায় সেবা সপ্তাহের কার্যক্রমের সাথে সমন্বয় রেখে দিবসটি সিসিতে উদযাপন করা।
সংক্রামক রোগ সম্পর্কে সচেতনাতামুলক আলোচনা  ও উহার লিফলেট প্রদষন করা।
এইচএ, সিএইচসিপি, এফডাবলুএ
সকল সদস্য
২৫/০৩/২০১৮ (রবিবার)

বিশেষ টিকাদান কার্যক্রম, শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো, গর্ভবতী মায়ের প্রসব পূর্ব পরবর্তী বিষয়ে সচেতনতামূলক আলোচনা   ৫ বছরের নিচে শিশু স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সেবা যেমন-
 Breast Feed within 1 hour of birth
Additional food supplimentation,
 Underweight (0 - 5 years) কম ওজন
Stunting (0 - 5 years) খর্বকায়
 Wasting (0 - 5 years) কৃষকায়
এইচএ, সিএইচসিপি, এফডাবলুএ
wewea t
       বিবিধ আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সমাপনী বক্তব্য রেখে সকল সদস্যকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী    "বাংলাদেশ এলডিসি least developed country (LDC) স্ট্যাটাস থেকে উত্তরণ" বিষয়ে সপ্তাহব্যাপী খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে আগামী ২০ থেকে ২৫ মার্চ/২০১৮ইং  পর্যন্ত স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন এবং ২২/০৩/২০১৮ তাং কমিউনিটি গ্রুপ সাপোর্ট গ্রুপ আলোচনা সভা সেবা সপ্তাহ সুন্দর ভাবে পালনের আশা বাদ ব্যাক্ত রেখে সবাইকে মিষ্টি খাওয়ার দাওয়াত দিয়ে সভার কার্য সমাপ্ত ঘোসনা করলেন |
সকল সদস্য




                        
স্বাক্ষর:

১৮/0/201
সভাপতি
মো: আনিসুর রহমান
খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
৯ নং ভিয়াইল ইউপি সাবেক ওয়ার্ড নং ০১
চিরিরবন্দর, দিনাজপুর।







পরিশিষ্ট “ক” স্বাক্ষরের ক্রমানুসারে নয়
০১, মো: আনিসুর রহমান, সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০২. জয়দেব রায়। সহ:সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৩. মো: আবুল কালাম, সহ:সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৪. মো: ফরহাদ হোসেন, সদস্যসচিব, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৫. দিনেশ চন্দ্র রায়, কোষাধক্ষ, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৬ মনোরঞ্জন রায়, মুক্তিযোদ্ধ্য সদস্য।
০৭. ফযিলা খাতুন, সদস্য।
০৮. মৌসুমী, সদস্য।
০৯. ইয়াসমিন জাহান, সদস্য।
১০. ওহেদ আলী, সদস্য।
১১. জিন্নাতুন নেছা, সদস্য।
১২. সামসুদ্দিন শাহ, কো-অন্ট সদস্য
১৩. মনোরঞ্জন রায়, কিশোর
১৪. আফছার আলী, এইচএ
১৫. সবুজ আলী, সদস্য।
১৬. আশরাফ আলী,