What is CHCP and why?


CHCP পরিচিতি :

CHCP – Community health Care Provider . নিদিষ্ট এলাকার জনগনের  প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার একটি যুগান্তকারী নাম সিএইচসিপি। ২০১০ সালের শেষের দিকে পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিএইচসিপির প্রথম যাত্রা শুরু করে।  দৈনিক যুগান্তর- ২৪/০৮/২০১০ইং, দৈনিক জনকন্ঠ- ২৪/০৮/২০১০ ইং সংশোধনি বিজ্ঞপ্তি  দৈনিক যুগান্তর ২৫/০৯/২০১০ ইং, ও দৈনিক জনকন্ঠ ২১/০৯/২০১০ইং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধিন সর্বাধিকার প্রকল্প রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ (RCHCIB) এর অধীনে CHCP (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) পদ সৃষ্টি  বর্তমানে সারা বাংলাদেশে ১২৭০০ (প্রায়) কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি কাজ করছে । সিএইসিপির কাজ আজ বিশ্বের মধ্যে রোল মডেল হয়েছে। গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের প্রাথমিক চিকিৎসা বিশ্ব জগতে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি   নিজেই একটি  ইতিহাস
১. স্বাস্থ্য ২. পরিবার পরিকল্পনা আর ৩. পুষ্টি এই তিন সেবায় CHCP.
Chcp সর্বদা ৪টি সেবা গুরুত্বসহকারে করে আসছে -

১. উন্নয়ন মুলক সেবা- অথ্যাৎ জনগোষ্টির জীবনধারায় সুস্বাস্থ্যের অনুকুল পরিবেশ সৃষ্টি করা। 
যেমন-  
        #  স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে জনগোষ্ঠীর সচেতনতা বাড়ানো।
*    #  স্বাথ্য সমস্যার সন্মুখীন হলে তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে , এ লক্ষে তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে জ্ঞানদান।
*    সুসম পুষ্টিকর খাবার সম্পর্কে জ্ঞানদান ও তা গ্রহনে উৎসাহ দান।
*    #  স্বল্পব্যয়ে স্বাস্থ্যসন্মত বাসস্থান, পায়খানা ও বিশুদ্ধ পানির ব্যাবহার নিশ্চিতকরণ।
     
        ২. প্রতিরোধ মুলক সেবা: অথ্যাৎ- রোগ প্রতিরোধক সেবা প্রদানের মাধ্যমে রোগের উৎপত্তি রোধ করে বিস্তার কমানো সম্ভব। যেমন-
       #.   শিশুদের ও গর্ভবতীমাদের রোগ প্রতিষেধক টিকা দিয়ে মারাত্বক রোগের হাত থেকে বাচান।
       #.   শিশুদের ৬মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর ফলে রাতকানা রোগ প্রতিরোধ করে।  
       #.  মহিলাদের জন্য লৌহ বটিকা খাওয়া ও রক্তসল্পতা প্রতিরোধ করা।
      
         ৩. আরোগ্য মুলক সেবা:
      #.আরোগ্য মুলক সেবার মাধ্যমে রোগাক্রান্ত ব্যাক্তিদের সময়মত সঠিক চিকিৎসো প্রদানের করা এবং প্রয়োজনে রেফারাল ব্যবস্থা করা।
    
       ৪. পুনবাসনমূলক সেবা:  যেমন-

*   #.  আঘাতে  অথবা কোন রোগে পঙ্গু হলে পুনর্বাসন করা।

           সিএইচসিপি প্রতিনিয়ত সপ্তাহে ছয় দিন সকাল ৯.০০ থেকে বিকাল ৩.০০টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে বসে অক্লান্ত সেবা দিয়ে যাচ্ছে- : যেমন -
০১. সাধারন রোগ ও ক্ষতের লক্ষণ ভিত্তিক চিকিৎসা।
০২. মাতৃস্বাস্থ্য সেবা ও পরামর্শ।
০৩. নবজাতক শিশুদের অনলাইন রেজিষ্ট্রেশন, আইএমসিআই চিকিৎসা ও পরামর্শ।
০৪. গর্ভবতীমাদের নিয়মিত চেকআপ এবং পরামর্শ ও চিকিৎসা সেবা এবং অনলাইন রেজিট্রেশন। গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ব, প্রসবকালীন, প্রসবোত্তর অত্যাবশকীয় সেবা প্রদান এবং প্রয়োজনে দ্রুততার সাথে জরুরী প্রসুতি সেবা কেন্দ্রে প্রেরন।
০৫. পরিবারপরিকল্পনা সেবা ও পরামর্শ, স্থায়ী জন্মনিয়ন্ত্রন পদ্ধির জন্য রেফার ।
০৬. পুষ্টি বিষয়ক সেবা ও পরামর্শ।
০৭. রক্তের গ্লুকোজ (ডায়াবেটিক) পরীক্ষা ও পরামর্শ প্রয়োজনে রেফার।
০৮. উদ্ধুত রোগ সনাক্তকরন ও উচ্চতর পর্য়ায় রেফার।
০৯. প্রাথমিক সমস্যার সকল চিকিৎসা ও সরবরাহ সাপেক্ষে বিনামুল্যে ও ওষুধ।
১০.  সংক্রমক রোগের জন্য শিশুদের টিকা প্রদান এবং ১৫-৪৫ বছর বয়সী মহিলাদের ধনুষ্টংকার প্রতিষেধক টিটি টিকা।
১১. প্রাথমিক জরুরী সেবা।
১২. স্বাস্থ্য শিক্ষা ও রোগপ্রতিরোধ প্রতিকার সম্পর্কে সচেতনতা।
১৩. কুসংষ্কার দুরীকরনে কাউনসেলিং করা।
১৪. কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনমুলক সেবা।
১৫. প্রবিনদের জন্য স্বাস্থ্য পরিচর্যা সেবা।
১৬. সম্বাব্য যক্ষা রোগীর কফ সংগ্রহ ও পরামর্শ এবং রেফার।
১৭. ফাইলেরিয়াসিস রোগীর প্রয়োজনীয় ব্যায়াম শিখান ও পরামর্শ প্রদান।
             যার ফলস্রতিতে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি জাতির নক বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের কন্যা, গনপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী , উন্নয়নের কান্ডারী , গনতন্ত্রের মানস কন্য, বঙ্গকন্যা, দেশ নেত্রী, জনগনের দুই চোখের মনি, রাষ্ট্রনায়ক, দেশরত্ন , জননেত্রী কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা,  স্বাস্থ্য তথ্য প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সরকারের গুরুত্বপূর্ণ সফলতার স্বীকৃতি হিসেবে সাউথ-সাউথ অ্যাওয়ার্ডলাভ করেন, সেপ্টেম্বর ২০১৩।
         এই সিএইচসিপি তথ্যপ্রযুক্তিতে ৫ বছরের নিচে শিশু ও গর্ভবতী মা ডাটা এনালাইচ করে স্বাস্থ্য তথ্য ভান্ডার তৈরী করেছে। ই-হেলথ এর এর মাধ্যমে স্বাস্থ্য সেবা দিয়ে আসতেছে।
সিএইচসিপির স্বাস্থ্য সেবায়  কোন রাজনৈতিক বা ধর্মীয় সম্পৃক্ততা নেই ।

# সিএইচসিপি পদ নিবন্ধন সংক্রান্ত তথ্য:
             জনপ্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনৃ-সম(উ:ও বা:১)-৮/৯৩-১০২তারিখ:৩০.০৭.১৯৯৪ইং এবং পরিকল্পনা মন্ত্রণায়ের ০১.০৩.২০০০তারিখের পরিপত্র নং পরি/সমম্বয়-২/১৫/৯৪/১৩৩এর শর্তানুসারে একনেক কর্তৃক ১৭.০৯.২০০৯ইং তারিখে অনুমোদিত “Revitalization of Community Health Care Initiatives in Bangladesh (RCHCIB)” শীর্ষক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নকালীন সময়ের জন্য বর্ণিত প্রকল্পের ডি পি পি অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের  স্বারক নং-স্বাপকম /প্রকা-৩/জনবল নিয়োগ /২০০৯/৫২ তাং২/৩/২০১০ইং মোতাবেক অত্র অফিসের স্বপকম/আরসিএইচসিআইবি/ জনবল নিয়োগ-জারির পরিপ্রেক্ষিতে অত্র প্রকর্পের ০৯/১০/২৯১১ইং তারিখে নিয়োগ কমিটির সুপারিশক্রমে নিম্নে বর্ণিত প্রার্থীকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগির বাজেট-২ শাখার পরিপত্র নং –অম/অবি/বাজেট -১১/বিবিধ-৫২/২০০৩/৯অংশ-২)/৩৫,তারিখ-২৬/০১/২০১০ ইং মোতাবেক সাকুল্যে (কনসোলিডেটেড-পে)৯৩৫০/টাকা বেতন ভিত্তিক সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) (গ্রেড-১৪)পদ ।

# সিএইচসিপি এর সুদূর প্রসারী লক্ষ্য-
          মানুষের স্বাস্থ্য সেবা অধিকার আর মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল এমন একটি বিশ্বসমাজ গড়ে তোলা যেখানে শিশুরা তাদের সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে আর অসংক্রামক রোগ ও সংক্রামক রোগ থেকে যেন পরিত্রান ঘটে ।
# সিএইচসিপির এর উদ্দেশ্য-
        সিএইচসিপির এর উদ্দেশ্য হচ্ছে গ্রামীন স্বাস্থ্য সেবা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য চাহিদা প্রতিষ্ঠার উদ্যোগকে জোরদার করার লক্ষ্যে ৬০০০ এলাকাবাসীকে নিয়ে কাজ করা।
# সিএইচসিপি যাদের নিয়ে কাজ করে-
        সিএইচসিপি প্রধানতসর্বস্থরের জনগন নিয়ে কাজ করে।
সমাজে বসবাসরত সকল জনগোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বাস্থ্য সেবা / স্বাস্থ্য শিক্ষা পেয়ে থাকে। বিশেষ করে দরিদ্র শ্রেণী ও নারীদের নিয়ে সিএইচসিপি কাজ করে ।
সিএইচসিপি এর কর্মপন্থা-
 - স্বা
স্থ্য শিক্ষার মাধ্যমে সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রন করা।


#    সিএইচসিপি কমিউনিটি ক্লিনিকের সিটিজেন চাটার- 

Services provided from Community Clinic
1.   Reproductive Health and Family Planning services.
2.   EPI, ARI, CDD , IMCI , MNHCS ,
3.   Registration of newly married couple, pregnant women, birth & death, preservation of EDD.
4.   Nutritional education and micro-nutrient supplements.
5.   Health and Family Planning Education & counseling.
6.   Identifications of other severe illnesses like TB, Malaria, pneumonia, life threatening influenza, obstetrical engineering and refer to higher facilities.
7.   Identification of emerging & reemerging diseases & refer to higher facilities.
8.   Other services as identified by GOB under HPNSDP to be provided.
9.   Treatment of minor ailments.
10.Establishing effective referral linkage with higher facilities.

# সিএইচসিপির প্রধান অফিসের ঠিকানা-
Community Based Health Care (CBHC)
 BMRC Bhaban, Mohakhali, Dhaka
 Phone: 02 988 0745, Fax - 02 882 1900.
ইমেইল. cbhc@ld.gov.bd

#  সিএইচসিপি এর উল্লেখযোগ্য অর্জনসমূহ :  
         সিএসবিএ প্রশিক্ষন এর মাধ্যমে প্রায় 3০০ এর বেশি  কমিউনিটি  ক্লিনিকে নরমাল ডেলিভারী সম্পন্ন হচ্ছে।
      
স্থানীয় সরকার, জেলা এবং উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেবার মান দিন দিন বাড়ছে। গর্ভবতী মা ও শিশু প্রায় শতভাগ অনলাইন রেজিষ্ট্রেষন সম্পন্ন করা হচ্ছে।  
     সিএইচসিপির এর সার্বিক কার্যক্রম সমূহ কমিউনিটি ক্লিনিকে স্থানীয় সরকার, জেলা এবং উপজেলা প্রশাসন, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রত্যক্ষ অংশগ্রহণ, পরামর্শ ও উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে ।।